পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী নওশাদ জমিরকে শোকজ

আপডেট: January 25, 2026 |
inbound2337826506204407458
print news

পঞ্চগড়-১ সংসদীয় আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মুহাম্মদ নওশাদ জমিরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মো. সায়েমুজ্জামান স্বাক্ষরিত এই নোটিশ জারি করা হয়।

বিএনপি প্রার্থী মুহাম্মদ নওশাদ জমিরকে দেওয়া নোটিশে বলা হয়, গত ২৩ জানুয়ারি নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে পরিচালিত অভিযানে প্রার্থীর পক্ষে একাধিক লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে।

করতোয়া ব্রিজের দুই পাশে অনুমোদিত আকারের চেয়ে বড় (৬×৩ ফুট) ফেস্টুন স্থাপন এবং সেগুলো অপসারণের সময় প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাজে বাধা প্রদান ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া ফেসবুক আইডি দাখিল না করা এবং গভীর রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে অবৈধ জমায়েতের বিষয়টিকেও আচরণবিধির লঙ্ঘন হিসেবে নোটিশে উল্লেখ করা হয়।

রিটার্নিং অফিসার কাজী মো. সায়েমুজ্জামান জানান, উভয় প্রার্থীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর