যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ২ লাখ ছাড়াল, মৃত ৪,৫২৮
আপডেট: April 2, 2020
|
যুক্তরাষ্ট্রে দুই লাখ ছাড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫২৮ জনে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১৬ হাজার ৯০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫ হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে। একই সময় দেশটিতে করোনাভাইরাসে ৪৭৫ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তবে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি নিউইয়র্কে। তালিকায় এর পরের অবস্থানে আছে নিউ জার্সি।
সূত্র: ওয়াল্ড মিটার্স।
বৈশাখী নিউজ/ বিসি