শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত

আপডেট: April 5, 2020 |
print news

সরকার ঘোষিত সাধারণ ছুটি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গণনা করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও সরকার ঘোষিত সাধারণ ছুটির আওতাভুক্ত হবে।

মন্ত্রী বলেন, করোনা উদ্ভূত পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটিও সাধারণ ছুটির মধ্যে পড়বে।

এর আগে সাধারণ ছুটি ২৬ মার্চ হতে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি ১৮-৩১ মার্চ এবং পরে ৯ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর