নিউ জিল্যান্ডে তৃতীয় দিনের মতো কমেছে সংক্রমণের সংখ্যা
আপডেট: April 8, 2020
|
নিউ জিল্যান্ডে তৃতীয় দিনের মতো কমেছে কভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা। বুধবার দেশটিতে নতুন করে ৫০ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
আজ বুধবার দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড এসব তথ্য জানিয়েছেন।
নিউ জিল্যান্ডে মাসব্যাপী লকডাউন চলছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ১২১০ জন এবং মারা গেছে ১ জন।
বৈশাখী নিউজ/ বিসি