নেতাকর্মীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফখরুলের চিঠি

আপডেট: April 8, 2020 |

রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলায় কারাগারে আটক আছেন, তাদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ চিঠি পাঠান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভয়ানক করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে চিঠিটি দিয়েছেন মহাসচিব। দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর সচিবালয়ে মহাসচিবের স্বাক্ষরে চিঠিটি পাঠানো হয়।

তবে কীভাবে চিঠি পাঠানো হয়েছে বা দলের পক্ষ থেকে কে চিঠি নিয়ে গেছেন সে বিষয়ে জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

তবে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফরা জানান, কার্যালয়ের একজন প্রতিনিধিকে দিয়ে এ চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও বিএনপি সূত্র জানায়।

বৈশাখী নিউজ/ ইডি

 

Share Now

এই বিভাগের আরও খবর