চিকিৎসকদের ২০০ পিপিই দিলেন মুশফিক

এই সংকটে চিকিৎসকদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ক্রিকেটার মুশফিকুর রহীম। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বগুড়ার ডাক্তারদের ২০০টি পিপিই, ২০০টি হ্যান্ড গ্লাভস ও ২০০টি মাস্ক দিয়েছেন। যারা বগুড়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছেন।

বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু ক্রিকেট পোর্টাল ক্রিকফ্রেনজিকে জানান, মুশফিকের দেয়া পিপিই ও অন্যান্য সামগ্রী হাতে পেয়েছেন তারা। ডা. সামির বলেন, ‘আমি যাদেরকে সম্ভব হয়েছে ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। তবে এখনো সবার কাছে পৌঁছে দিতে পারিনি। যেহেতু পিপিইগুলো প্রত্যন্ত অঞ্চলে পাঠাতে হবে। আশা করছি শিগগিরই সেগুলো তাদের কাছে পৌঁছে যাবে।’

এর আগে মুশফিক নিজেও জনগণকে সতর্ক করছেন। পহেলা বৈশাখ উপলক্ষে গতকাল ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো থাকার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং আশা করছি আপনারা সবাই যারা এই নববর্ষ পালন করতে ইচ্ছুক তারা বাসায় বসেই পালন করছেন।’

বৈশাখী নিউজইডি