মুন্সীগঞ্জে আরও ১৩ জন করোনায় আক্রান্ত
মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ১৩ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৩৭ জন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ছিলো ২৪ জন। শুক্রবার নতুন করে আরো ১৩ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৩ জন, সিরাজদিখান ৩ জন, গজারিয়া ১ জন, লৌহজং ২ জন, টঙ্গিবাড়ী ১ জন এবং শ্রীনগরে ৩ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। তিনি জানান, মুন্সীগঞ্জ জেলা থেকে বৃহস্পতিবার ৪৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজকে সেই ৪৬ জন রোগীর পরীক্ষার শেষে নতুন করে ১৩ জনের ফলাফলে পজেটিভ আসে। জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭ জন। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে আছে ২১১ জন। এ ছাড়া জেলায় মোট করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
বৈশাখী নিউজ/ ইডি