করোনাকালে সেনাবাহিনীর চাপের মুখে ইমরান; সঙ্কটে পাকিস্তান

আপডেট: May 14, 2020 |
print news

করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বিপজ্জনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তানে। দেশটির স্থানীয় পর্যায়ে করোনার আক্রমণ শুরু হয়েছে।এমন অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনী প্রধানমন্ত্রী ইমরান খানকে চাপে ফেলে দিয়েছে।

জানা গেছে, পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সঙ্কটকালেও যেন সেনাসদস্যদের বেতন উচ্চহারে বাড়ানো হয়।

ক্রমাগত মুদ্রাস্ফীতির মধ্যে রয়েছে পাকিস্তান। আর এর মধ্যেই এমন দাবি জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, তাদের বেতন ২০ শতাংশ বাড়াতে হবে। একদিকে ডলারের তুলনায় ক্রমেই কমছে পাকিস্তানের মুদ্রার দাম, অন্যদিকে, করোনার সংকট। এরইমধ্যে পাকিস্তানি সেনাবাহিনীর এমন দাবি ঘিরে ক্রমেই বিপদ বাড়ছে।

এদিকে, পাকিস্তানে স্থানীয় সংক্রমণ শুরু হয়ে গেছে। সে দেশে একদিনে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা ২০০০ জন হয়েছে একই দিনে। মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারে গিয়ে ঠেকেছে।সূত্র : ওয়ান ইন্ডিয়া

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর