চীনে আরো ২ জন নতুন করে করোনায় আক্রান্ত
আপডেট: May 21, 2020
|
চীনে ২০ মে তারিখে নতুন করে দুজন করোনাভাইরাসে আক্রান্তের খবর মিলেছে।এর একদিন আগে পাঁচজনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানায়, নতুন আক্রান্তের একটি হলো সাংহাইয়ে,যা স্থানীয় ‘ট্রান্সমিশন’।
অপরটি হলো বিদেশ থেকে আসা একজন ব্যক্তি, যিনি অন্য দেশ ভ্রমন করে ভাইরাসে সংক্রামিত হন।
এর আগের দিনও চীন এ ধরনের একজন সংক্রামিত ব্যক্তির (বিদেশ থেকে আগত) কথা জানায়।
১৬ দিন আগে এনএইচসি ৩১ টি নতুন ‘এসিম্পটম্যাটিক’ করোনাভাইরাস সংক্রমণের কথা জানিয়েছিল।
চীনে এখন পর্যন্ত কভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৮২৯৬৭ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। মৃতের সংখ্যা ৪৬৩৪ জন। সূত্র : রয়টার্স
বৈশাখী নিউজ/ জেপা