করোনায় মেক্সিকোতে মৃত্যু ছাড়ালো ১০ হাজার

আপডেট: June 2, 2020 |

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে ১০ হাজার ছাড়িয়েছে মৃত্যু সংখ্যা। মঙ্গলবার (২ জুন) দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।

মেক্সিকোতে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় ১৮ মার্চ। আড়াই মাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৪৩৫ জনে। আর মোট মৃত্যু ১০ হাজার ১৬৭। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ২৩৭ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছে ২৭৭১ জন।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনায় মৃত্যুর দিক দিয়ে মেক্সিকো আছে দ্বিতীয় অবস্থানে, বিশ্বে সপ্তম। তবে শনাক্তের দিক দিয়ে আছে ১৪তম অবস্থানে।

বিশ্বে মোট শনাক্ত ৬৩ লাখ ৭০ হাজার, মৃত্যু ৩ লাখ সাড়ে ৭৭ হাজার। আর সুস্থ হয়েছে ২৯ লাখের বেশি মানুষ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর