কমলাপুর মেথরপট্টিতে আগুন

আপডেট: June 27, 2020 |
print news

রাজধানীর কমলাপুরের টিটিপাড়া  মেথর পট্টি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১ টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ খান।

রাশেদ খান বলেন, কমলাপুরের টিটিপাড়া মেথরপট্টি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমেই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট পাঠানো হয় পরবর্তীতে আরও ইউনিট যোগ করা হয়। আগুন নিয়ন্ত্রণে মোট ১৩ টি ইউনিট কাজ করে। ৫০ মিনিটের চেষ্টায় পৌনে তিনটায় আগুন নিয়ন্ত্রণ আসে।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোন ধারণা পাওয়া যায়নি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর