এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বোনাস ব্যাংকে

আপডেট: July 23, 2020 |
print news

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাসের চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার বোনাসের টাকা সরকারি চারটি ব্যাংকে (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) পাঠানো হয়েছে। ৮টি চেকের মাধ্যমে এই অর্থ জমা দেয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীদের বোনাসের টাকা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত উত্তোলন করা যাবে।

এর আগে গত সোমবার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের সরকারি আদেশে জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রচলিত বিধি অনুসারে এমপিও শিক্ষক-কর্মচারীরা ২৫ শতাংশ উৎসব ভাতা পাবেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর