বিশ্বে করোনায় সুস্থ ১ কোটি ৫৩ লাখের বেশি মানুষ

আপডেট: August 20, 2020 |
print news

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ লাখ ৯১ হাজারের মতো। আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৫ লাখের বেশি। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ১ কোটি ৫৩ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৭ লাখ ৯০ হাজার ৯৭৭ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৬৪১ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ২৪ হাজার ৬০ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৭৫১ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১ কোটি ৫৩ লাখ ৮৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর