আইএমইডির সচিব হলেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী

আপডেট: September 2, 2020 |
print news

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে নিয়োগ করা হলো।

৪২তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী প্রদীপ চক্রবর্তী বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। নেত্রকোনার শহীদ বুদ্ধিজীবী কামিনী কুমার চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র প্রদীপ চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর