ওভার পিছু অন্তত দু’টি করে বাউন্সার চালু করা উচিত : গাভাস্কার

আপডেট: October 10, 2020 |
print news

টি-২০ ক্রিকেট নিয়ে বেশি পরিবর্তনের প্রয়োজন তিনি দেখেন না। তবে সুনীল গাভাস্কারের মতে, ওভার পিছু অন্তত দু’টি করে বাউন্সার চালু করা উচিত। টি-২০ ক্রিকেটকে ব্যাটসম্যানস গেমই বলা হয়ে থাকে। তাই ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে কিছুটা ভারসাম্য ফেরানোর জন্য ওভার পিছু এই দু’টি বাউন্সারের নিয়ম চালু করার পক্ষে গাভাস্কার।

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি এক সাক্ষাৎকারে বলেছেন, টি-২০ যে দারুণ সফল, তাতে কোনও সন্দেহ নেই। আমার মতে, খুব বেশি বদলের প্রয়োজন নেই। কিন্তু এটা ঠিক যে, ফর্ম্যাটটা প্রবলভাবে ব্যাটসম্যানদের পক্ষে। তাই আমার মতে, ফাস্ট বোলারদের ওভার পিছু দু’টি বাউন্সার দেওয়ার অনুমতি দেওয়া হোক। বাউন্ডারিটাও আরও বাড়ানো যেতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর