করোনা: আইসোলেশনে জুভেন্টাস

আপডেট: October 15, 2020 |
Boishakhinews 181
print news

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা পজিটিভ হয়েছে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনির, এই তথ্য নিশ্চিত করেছে তার ক্লাব জুভেন্টাস। এই ঘোষণা দেওয়ার পর স্বেচ্ছায় আইসোলেশনে গেছে ক্লাবের বাকি সদস্যরা।

মঙ্গলবার ক্রিস্টিয়ানো রোনালদো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর জুভেন্টাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ২২ বছর বয়সী ম্যাককেনির এই রোগ ধরা পড়েছে।

সবার করোনা পরীক্ষায় নেগেটিভ হলে আবার অনুশীলন শুরু করবেন খেলোয়াড়রা। জুভেন্টাস এক বিবৃতি দিয়েছে, ‘এই প্রক্রিয়ায় নেগেটিভ হওয়া প্রত্যেককে আত্মনিয়ন্ত্রিত থেকে নিয়মিত অনুশীলন করার অনুমোদন দেওয়া হবে। তারা দলের বাইরের কারও সংস্পর্শে যেতে পারবে না। স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ক্লাব।’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর