ইব্রাহিমি মসজিদে ৫০০ জনকে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল

আপডেট: October 30, 2020 |

দুই হাজারেরও বেশি ফিলিস্তিনিকে ঈদে মিলাদুন্নবী পালন করতে ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে প্রবেশ করতে দেয়নি ইসরাইলি পুলিশ। প্রিয়নবী মুহাম্মদ সা.-এর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে হেবরন শহরের ঐতিহ্যবাহী এই মসজিদের সামনে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হন। তবে মাত্র ৫০০ জনকে মসজিদে প্রবেশের অনুমতি দেয় ইসরাইলি পুলিশ। খবর মিডল ইস্ট মনিটরের।

এমন সিদ্ধান্তকে মুক্তভাবে ধর্মচর্চার ‘মারাত্মক লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে মসজিদটির পরিচালক হেফজি আবু স্নেহা বলেছেন, ‘ইসরাইলি কর্তৃপক্ষ শুধু ৫০০ ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশের জন্য অনুমতি দিয়েছিলেন। ফলে দুই হাজারেরও বেশি ফিলিস্তিনি মসজিদে প্রবেশ করতে পারেনি।’

তিনি বলেন, ‘কালকে বন্ধ থাকলেও আজকে আবার সব মুসলমানের জন্য মসজিদটি খোলা রাখা হয়েছে। ইসরাইলের এমন দখলদারিত্ব ফিলিস্তিনি জনগণের ধর্মচর্চার অধিকারকে স্পষ্টভাবে খর্ব করছে।’

ইব্রাহিমি মসজিদে প্রার্থনা করার সময় ১৯৯৪ সালে বরুস গ্লোডস্টেইন নামে এক ইহুদি ২৯ জন ফিলিস্তিনিকে হত্যা করে। এরপর ইসরাইল সরকার মসজিদটিকে মুসলিম ও ইহুদিদের মধ্যে ভাগ করে দেয়।

বৈশাখী নিউজ/  এপি

Share Now

এই বিভাগের আরও খবর