স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক

আপডেট: November 2, 2020 |

খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক আর নেই। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় সময় শুক্রবার ডাবলিনে সেইন্ট ভিনসেন্ট’স হাসপাতালে ভর্তি করা হয়। গার্ডিয়ান

স্ট্রোকে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। আইরিশ টাইমস

সাংবাদিক ও লেখক রবার্ট ফিস্ক ইনডেপেন্ডেন্ট-এর মধ্যপ্রাচ্য প্রতিনিধি ছিলেন। ইনডেপেন্ডেন্টের একটি সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

২০০৫ সালে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিলো, ফিস্ক সম্ভবত ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় বৈদেশিক সংবাদদাতা।

তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর