বরিশালে মোটরসাইকেল চালক হত্যাকাণ্ডে আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট: November 2, 2020 |

বরিশালে মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দেয়া হয়েছে।

রবিবার বিকেলে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আমান উল্লাহ বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরাদী এলাকার আলাউদ্দিনের ছেলে।
আদালত সূত্র জানায়, আমান উল্লাহ নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামে জনৈক জামাল মল্লিকের বাড়ি ভাড়ায় বসবাস করতো। জামালের ছেলে রুমান খলিফা ভাড়ায় মোটরসাইকেল চালাতো। আমান ও রুমানের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক হয়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর বিকেলে রুমান খলিফা আমানের সাথে মোটরসাইকেলে বাকেরগঞ্জ যায়। রাতে রুমান আমানের বাকেরগঞ্জের বাড়িতে অবস্থান করে। ওই রাতেই তুচ্ছ বিষয় নিয়ে রুমানকে হত্যা করে আমান।

এ ঘটনায় ২০১৮ সালের পহেলা জানুয়ারি বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন ঝালকাঠির নলছিটি উপজেলার খোন্তাখালী এলাকার রুমান খলিফার বাবা বাদশা খলিফা। আমান উল্লাহ ১৬৪ ধারায় রুমান হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

২০১৮ সালের ২৮ মে বাকেরগঞ্জ থানার এসআই শেখ মো. জাহিদুল আলম আসামি আমানকে একমাত্র অভিযুক্ত করে আদালতে এ মামলার অভিযোগপত্র দেন। আদালতে ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার পরপরই আসামিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর এ কে এম জাহাঙ্গীর মামলা পরিচালনা করেন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর