আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলচ্চিত্র পরিচালকদের সংগঠনের নির্বাচন হবে না

আপডেট: November 2, 2020 |

চলচ্চিত্র পরিচালকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সংগঠনটির ২০১৯-২০ সালের কমিটির মেয়াদ শেষ হবে আগামী ২৫ ডিসেম্বর। নিয়ম অনুযায়ী ডিসেম্বরের শেষ শুক্রবার অর্থাৎ ২৫ ডিসেম্বর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। কিন্তু নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। যার জন্য আগামী ২৫ ডিসেম্বর পরিচালক সমিতির নির্বাচন হচ্ছে না। জয়েন্ট স্টকের নিষেধাজ্ঞার কারণে এদিন নির্বাচন সম্ভব নয় বলে জানান সংগঠনটির সাংগঠনিক সম্পাদক অপূর্ব রানা।

অপূর্ব রানা বলেন, ‘আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ২৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জয়েন্ট স্টক থেকে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০১৯-২০ সালের নিবার্চন পিছিয়ে ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। এতে সভাপতি পদে নির্বাচিত হন মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর