হাবিবুল বাশার করোনাভাইরাসে আক্রান্ত, শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন

আপডেট: November 19, 2020 |
print news

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তথা বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৯ নভেম্বর দুপুর থেকে শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করেন হাবিবুল বাশার। শরীরে করোনা হানা দিল কিনা এমন সন্দেহে পরদিন নমুনা দিলে ১১ নভেম্বর জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

এরপর গত সোমবার হুট করেই হাবিবুলের স্বাস্থ্যের চরম অবনতি হয়। উদ্ভুত পরিস্থিতিতে চিকিৎিসকের পরামর্শে জাতীয় দলের নির্বাচক ও সাবেক টাইগার দলপতি তাৎক্ষণিকভাবে ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। তিন দিন চিকিৎসা শেষে এখন তিনি আগের চাইতে কিছুটা সুস্থ হয়েছেন।

হাবিবুলের গায়ে এখন আর জ্বর নেই। ফুসফুসের ইনফেকশনও কমে গেছে। শ্বাস-প্রশ্বাসের জটিলতা কিংবা শরীরে কোন ব্যথা নেই। সব ঠিক থাকলে আগামী শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন বাংলাদেশের অন্যতম সফল এই অধিনায়ক। সুস্থ হয়ে উঠতে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

বৈশাখী নিউজ/ ফাজা 

Share Now

এই বিভাগের আরও খবর