জয়ের সিনেমা প্রিয় কমলায় অপু-বাপ্পি চৌধুরী

আপডেট: November 19, 2020 |
print news

অপু বিশ্বাস গভীর রাতে সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের বাইরে বের হয়েছেন । তার সঙ্গে থাকা প্লেটভর্তি খাবার। কিন্তু গভীর রাতে চুপিচুপি কার জন্য খাবার নিয়ে বের হলেন অপু? কিছুক্ষণ পরই দেখা যায়, বাপ্পি চৌধুরীর জন্য এসব খাবার নিয়ে এসেছেন এই নায়িকা।

‘প্রিয় কমলা’ সিনেমার একটি দৃশ্যে এমনটা দেখা যায়। এটি নির্মাণ করেছেন অভিনেতা-পরিচালক শাহরিয়ার নাজিম জয়। ফেসবুকে এই দৃশ্যের একটি ক্লিপ প্রকাশ করেছেন এই নির্মাতা।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। অপুকে কেন্দ্র করেই এর গল্প এগিয়েছে। অপুর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। চলতি বছরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।

শাহরিয়ার নাজিম জয় এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন। ২০১৫ সালে ‘প্রার্থনা’ সিনেমা নির্মাণের মাধ্যমে নির্মাতা হিসেবে তার অভিষেক হয়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর