সিডনি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ

আপডেট: November 29, 2020 |
print news

স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়। দুই বছর মেয়াদি স্নাতকোত্তর পর্যায়ে বুদ্ধিস্ট স্টাডিজে গবেষণার জন্য ‘খায়ান্তসে ফাউন্ডেশন স্কলারশিপ’ ঘোষণা করা হয়েছে।

এ স্কলারশিপের বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আবেদন কবে?

২৪ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয় কত শতাংশ ব্যয়বহন করবে?

স্কলারশিপে শিক্ষার্থীর ৫০ শতাংশ ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয়। স্কলারশিপের জন্য প্রতি শিক্ষাবছর ২৫ হাজার মার্কিন ডলার পাবেন শিক্ষার্থীরা।

স্কলারশিপ পেতে যা লাগবে

এ স্কলারশিপ পেতে সিডনি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামে সুযোগ পেতে হবে। অথবা, আগে থেকেই সেখানে স্নাতকোত্তরে ভর্তি থাকতে হবে। স্নাতকোত্তরের বিষয় হতে হবে মানবিক, দর্শন অথবা সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে। শিক্ষার্থীকে নিজ থেকে বুদ্ধিস্ট স্টাডিজে গবেষণার জন্য আগ্রহী হতে হবে। সেইসঙ্গে অধ্যয়নরত প্রতিষ্ঠান প্রধান থেকে সন্তোষজনক ছাড়পত্র নিতে হবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর