চীনা ভ্যাকসিনের প্রথম চালান পেল ইন্দোনেশিয়া

আপডেট: December 8, 2020 |
print news

ইন্দোনেশিয়ায় পৌঁছেছে চীনের সিনোভ্যাকের ১২ লাখ ডোজ করোনার টিকা। গত রবিবার বেইজিং থেকে বিমানযোগে এসব ভ্যাকসিন জাকার্তায় পৌঁছায়। এ ছাড়া আগামী মাসে দেশটি আরো ১৮ লাখ ডোজ টিকা নেবে বলে জানা গেছে।

চীনের নিয়ন্ত্রক সংস্থা এখনো তার দেশের কোনো কম্পানির ভ্যাকসিন গণব্যবহারের অনুমোদন দেয়নি। তবে জরুরি ব্যবহারের জন্যে চূড়ান্ত পর্যায়ের কিছু ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে তারা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো চীনের টিকা পাঠানোকে স্বাগত জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার কভিড-১৯ প্রতিরোধ দলের প্রধান এয়ারলাঙ্গা হার্তার্তো বলেছেন, প্রথম ব্যাচের এসব টিকা ফুড অ্যান্ড ড্রাগ এজেন্সি পরীক্ষা করে দেখবে। এসব টিকা স্বাস্থ্যকর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা লোকজনকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে

এদিকে আজ মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকা প্রয়োগ শুরু হচ্ছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে অনুমোদন পাওয়ার পর সেখানে টিকাটি প্রয়োগ করা হচ্ছে। আর এই কার্যক্রম তদারক করবে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)। এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর