যুক্তরাজ্যে আজ টিকা উৎসব

আপডেট: December 8, 2020 |
print news

প্রাণঘাতী করোনাভাইরাসে নাকাল যুক্তরাজ্য। তবে এবার এই ভাইরাস প্রতিরোধের আশায় দেশটিতে শুরু হল গণ টিকা উৎসব। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই টিকাদান কর্মসূচি। এই দিনটিকে স্থানীয়ভাবে ‘ভি-ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

টিকা দেওয়ার আগে যুক্তরাজ্যে রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী বরিস জনসন পর্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জনসন বলে দিয়েছেন, ভ্যাকসিন কারও জন্য বাধ্যতামূলক নয়। তবে সবার নেওয়া উচিত।

বিবিসি জানিয়েছে, শুরুতে ৮০ বছরের বেশি বয়সী নাগরিক এবং স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দিচ্ছে ব্রিটেন। মোট ৭০টি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে।

নতুন এই রোগে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। মহামারী প্রতিরোধের জন্য পৃথিবীতে প্রথম দেশ হিসেবে ব্রিটিশরাই ভ্যাকসিন নেওয়া শুরু করল।

গত সপ্তাহে দেশটি ফাইজার-বায়োএনটেকের তৈরি একটি ভ্যাকসিন অনুমোদন দেয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর