রাজধানীতে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ১

আপডেট: December 10, 2020 |
print news

রাজধানীর উত্তরা এলাকা থেকে বাকপ্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আটককৃতের নাম রাজু উদ্দিন জসিম (৩৭)। বুধবার (৯ ডিসেম্বর) রাতে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।

কাইমুজ্জামান জানান, এ ঘটনায় গত সোমবার (২৩ নভেম্বর ) চকবাজার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি আরও জানান, এর আগে গত ২২ নভেম্বর ফ্যাক্টরিতে কাজ শেষে বাসায় ফেরার পথে চকবাজার মডেল থানার বেগম বাজার একটি বাড়ির সামনে এলে বাকপ্রতিবন্ধী ভিকটিম কিশোরীকে (১৪) বিভিন্ন প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায় আসামি। ভিকটিমকে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর