আগামী বছরের এপ্রিলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাকিস্তান সফরে যাচ্ছে

আপডেট: December 14, 2020 |

আগামী বছরের এপ্রিলে পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন দলটি।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। মহামারী করোনাভাইরাসের কারণে সফর স্থগিত হয়ে যায়। এখন দুই দেশের ক্রিকেট বোর্ড স্থগিত হওয়া সেই সিরিজ আয়োজনে সম্মত হয়েছে।

এর আগে ২০০৭ সালে পাকিস্তান সফর করেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ১৪ বছর পর ফের পাকিস্তান সফরে যাচ্ছেন ফাফ ডু প্লেসিসরা।

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর সফরে যাওয়ার সাহস পাননি আফ্রিকানরা। তবে ২০১০ ও ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপক্ষীয় সিরিজ খেলে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সফরের বিষয়টি নিশ্চিত করে কিছু দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরিচালক জাকির খান বলেছেন, দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তারা সর্বশেষ ২০০৭ সালে পাকিস্তানের মাঠিতে খেলেছিল। দীর্ঘদিন তারা সফরে না এলেও বিশ্ব একাদশ এবং পাকিস্তান সুপার লিগের ম্যাচ খেলতে সফর করেছেন বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

জাকির খান আরও বলেন, দক্ষিণ আফ্রিকার পরে আমরা নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে নিয়ে হোম সিরিজ আয়োজনের পরিকল্পনা করছি।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ পাকিস্তান সফরের বিষয়ে বলেছিলেন, আমাদের আগে অনেক দেশ পাকিস্তান সফর করেছে। পাকিস্তান একটি ক্রিকেটপ্রেমী দেশ। আমার বিশ্বাস আমাদের ক্রিকেটাররা সেখানে গিয়ে খেলা উপভোগ করবে। কয়েক সপ্তাহ আগে আমাদের নিরাপত্তা দল পাকিস্তান সফর করেছে। তাদের প্রতিবেদন পেয়ে আমরা আশান্বিত সফরের ব্যাপারে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর