প্রেসিডেন্ট বাইডেনের শপথ নিয়ে বিশেষ টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করবেন টম হ্যাঙ্কস

সময়: 7:12 pm - January 14, 2021 | | পঠিত হয়েছে: 5 বার

জো বাইডেনের শপথ গ্রহণ নিয়ে আয়োজিত বিশেষ টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করবেন অস্কারবিজয়ী অভিনেতা হলিউড সুপারস্টার টম হ্যাঙ্কস।

করোনা মহামারির কারণে এ বছর উৎসবমুখর পরিবেশে জো বাইডেনের শপথ নেওয়ার অনুষ্ঠান বাতিল করে এই বিশেষ টেলিভিশন প্রোগ্রাম করা হচ্ছে।

অনুষ্ঠানটি ‘আমেরিকান বীরদের’ প্রতি উৎসর্গ করা হবে। তাদের মধ্যে করোনার বিরুদ্ধে লড়াই করা সামনের সারির কর্মীরাও আছেন।

ফক্স নিউজ জানিয়েছে, ২০ জানুয়ারি ‘সিলিব্রেটিং আমেরিকা’ শিরোনামে এই বিশেষ টিভি অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি স্থানীয় সময় ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৮টায় এবিসি, সিবিএস, সিএনন, এনবিসি ও এমএসএনবিসিতে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ইউটিউব, ফেসবুক, টুইটারসহ নয়টি শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে।

টম হ্যাঙ্কসের উপস্থাপনার পাশাপাশি ৯০ মিনিটের বিশেষ টিভি অনুষ্ঠানটিতে পারর্ফম করবেন গায়ক-অভিনেতা জাস্টিন টিম্বারলেক, গায়ক জন বন জোভি, গায়িকা-অভিনেত্রী ডেমি লোভাটো ও গায়ক অ্যান্ট ক্লেমন্স।

ডেমি লোভাটো তার ইনস্টাগ্রামে লিখেছেন, আমাকে যখন পারফর্ম করার কথা বলা হলো আমি তা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। ‘স্বপ্ন সত্য হওয়ার’ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অ্যান্ট ক্লেমন্স।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এবারের অভিষেক অনুষ্ঠান কিছুটা অন্যরকম হতে যাচ্ছে। সংঘাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ২০ জানুয়ারি শপথ নেবেন জো বাইডেন ও কমলা হ্যারিস।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর