জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একমত চীন-যুক্তরাষ্ট্র

আপডেট: April 18, 2021 |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের শেষের দিকে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে যুক্তরাষ্ট্রের। দুই দেশই বাণিজ্য থেকে রাজনীতি ; সবকিছুতে লড়াইয়ে সামিল হয়েছে। তবে দুই দেশই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার বিষয়ে একমত হয়েছে। তারা জলবায়ু পরিবর্তন রোধে পরস্পরের সঙ্গে এবং অন্যদেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত।

চলতি বছরের শেষে জলবায়ু সম্মেলন হওয়ার কথা। তার আগে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দৃঢ় প্রতিশ্রুতি আদায়ের বিষয়টি বেশি জরুরি বলে মনে করছে চীন ও যুক্তরাষ্ট্র। দুই দেশ এক যৌথ বিবৃতিতে তাদের এ অবস্থানের কথা ব্যক্ত করেছে।

বৃহস্পতিবার ও শুক্রবার চীনের জলবায়ু দূত জি ঝেনহুয়া এবং যুক্তরাষ্ট্রের জন কেরির মধ্যে সাংহাইয়ে বৈঠক শেষে এই বিবৃতি দেওয়া হয়েছে।

তাদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “জলবায়ু সঙ্কট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের সাথে এবং অন্যান্য দেশের সাথে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।” উভয় দেশ তাপমাত্রা কমিয়ে আনার বিষয়ে হওয়া “প্যারিস চুক্তি”র বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর