নিলামে উঠছে ম্যারাডোনার বিশ্বকাপ জার্সি

আপডেট: April 18, 2021 |

বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেছিলেন আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা। ১৯৮২ সালের ১৩ জুন বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচটি খেলেছিলেন তিনি।

গট্টা হেভ রক অ্যান্ড রোল নামক নিলামকারী প্রতিষ্ঠান বিশ্বকাপে ম্যারাডোনার প্রথম ম্যাচ খেলার জার্সিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। দেড় থেকে ২ লাখ ডলার জার্সিটির দাম উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিলামে উঠার আগেই ম্যারাডোনার জার্সি নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে আমেরিকাসহ গোটা বিশ্ব জুড়ে।

নিলাম আয়োজনকারী সংস্থা নিউ জার্সির গট্টা হ্যাভ রক অ্যান্ড রোলের প্রজেক্ট ম্যানেজার অ্যালেক্স ম্যাকনিকল বলেন, ‘এরকম জিনিস খুব একটা আমাদের হাতে আসেনি। ভবিষ্যতে আসবে এমন কোনো নিশ্চয়তাও নেই। বিশ্বকাপ ফুটবলে ম্যারাডোনার অবদান কারো অজানা নয়। এই জার্সি থেকে সেই দাপট শুরু হয়েছিল। তাই সবদিক থেকেই এটি ঐতিহ্যপূর্ণ।’

গত বছরের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর