১১ বছর পর লিগ শিরোপার দুয়ারে ইন্টার

আপডেট: April 26, 2021 |
print news

যেভাবে ছুটছে তাতে ভক্ত থেকে শুরু করে ফুটবল প্রেমিদের মনে এরইমধ্যে একটা ব্যাপার প্রায় নিশ্চিত হয়ে গেছে, ২০১০ সালের পর প্রথম লিগ শিরোপার দুয়ারে ইন্টার মিলান। দলটির কোচ আন্তোনিও কন্তের বিশ্বাস, ৯৫ শতাংশ শিরোপা নিশ্চিত হয়ে গেছে। চূড়ান্ত সাফল্যে অর্জনের জন্য শিষ্যদের তাগিদ দিলেন তিনি।

রোববার মাত্তেও দারমিয়ানের একমাত্র গোলে ঘরের মাঠে হেল্লাস ভেরোনাকে হারিয়ে শিরোপার পথে ১৩ পয়েন্টে এগিয়ে গেছে কন্তের দল।৩৩ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৭৯। পরের দুটি স্থানে থাকা এসি মিলান ও ইউভেন্তুসের পয়েন্ট ৬৬ করে। এক ম্যাচ কম খেলেছে এসি মিলান। নিজেদের বাকি পাঁচ ম্যাচের দুটিতে জিতলে অন্য কোনো হিসাব ছাড়াই শিরোপা নিশ্চিত হবে ইন্টারের। ম্যাচ শেষে স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কন্তে বলেন, ‘আমার দৃষ্টিতে লিগ শিরোপা নিশ্চিত হয়েছে ৯৫ শতাংশ। তবে এখনও আমরা এটা জিতিনি।’

এবার ইন্টার জিতলে সিরি ‘আ’-তে প্রায় এক দশকের আধিপত্য শেষ হবে জুভেন্টাসের।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর