মামুনুলের বিরুদ্ধে আরও দুই মামলা

আপডেট: April 26, 2021 |
print news

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। গতকাল বিকেলে আবাব আহমেদ রিজভী ও মো. রুমান শেখ নামে দুই ব্যক্তি পল্টন থানায় এই মামলা করেন।

পল্টন মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের সামনে আন্দোলনের নামে হেফাজতে ইসলামের লোকজন তাদের দুজনের মোটরসাইকেল পুড়িয়ে দেয় বলে মামলায় অভিযোগ করা হয়।

আন্দোলনের নামে সহিংসতার নির্দেশদাতা হিসেবে মামুনুল হকের বিরুদ্ধে মামলা দুটি করেছেন তারা।

মামলায় হেফাজতের আরও তিন যুগ্ম সম্পাদককে আসামি করা হয়েছে। তারা হলেন-লোকমান হাকিম, জুনায়েদ আল হাবিব ও নাসির উদ্দিন মনির।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর