চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আলমগীর

চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বরেণ্য অভিনেতা আলমগীর। আজ বুধবার বিকেলের মধ্যেই তিনি বাসায় ফিরবেন বলে জানা গেছে।

করোনায় আক্রান্ত হয়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর। তবে শুরু থেকেই তিনি শারীরিকভাবে বেশ সুস্থ।

এর আগে, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গত ১৭ এপ্রিল কোভিড-১৯-এর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন আলমগীর ও রুনা লায়লা।

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে তাঁরা করোনার দ্বিতীয় টিকা গ্রহণ করেন। তাঁদের সঙ্গে একই দিনে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান—মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর, তাসবির আহমেদসহ মোট ১২ জন।

এদিকে, গত ২০ এপ্রিল অভিনয়শিল্পী আলমগীর করোনায় আক্রান্ত হন। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এরপর গত ১৮ এপ্রিল চিকিৎসকের পরামর্শে করোনা টেস্ট করান তিনি। পজিটিভ রিপোর্ট আসায় তাকে তখন হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করা আলমগীর ১৯৭৩ সালে অভিনয়ে এসে প্রায় চার দশকে ২৩০টি সিনেমায় অভিনয় করেন। অভিনয় করে নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায়ও ভূষিত হয়েছেন তিনি।

বৈশাখী নিউজজেপা