ব্রিটেনে করোনার বিধিনিষেধের মেয়াদ বাড়ছে

সময়: 1:15 pm - June 14, 2021 | | পঠিত হয়েছে: 1 বার

ব্রিটেনে করোনাভাইরাসের ডেল্টা (ভারতীয়) ভ্যারিয়্যান্টের ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সে দেশে জুলাই নাগাদ লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার সরকারের যে পরিকল্পনা ছিল, ভারতীয় ভ্যারিয়্যান্টের হুমকির মুখে সেটি পিছিয়ে গেছে আরও অন্তত চার সপ্তাহ।

ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পক্ষ থেকে লকডাউনের বিধিনিষেধ শিথিলের বিষয়ে সরকারকে আরও অপেক্ষার করার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার বরিস জনসন বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়ার ক্ষেত্রে আরও বিলম্ব করতে তার সরকার প্রস্তুত রয়েছে।

পরিসংখ্যান বলছে, গত ফেব্রুয়ারির শুরু থেকে ৭ জুন পর্যন্ত যুক্তরাজ্যে ৩৩ হাজার ২০৬ জনের ডেল্টা ভ্যারিয়্যান্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৫৭৩ জনই ভ্যাকসিন নেয়নি। পুরোপুরিভাবে ভ্যাকসিন নিয়েছে ১ হাজার ৭৮৫ জন। টিকার একটি ডোজ নিয়েছে সাত হাজার ৫৫৯ জন। বাকিদের টিকা গ্রহণের ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর