২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু ১১৬৭

আপডেট: June 22, 2021 |
print news

ভারতের দৈনিক করোনাভাইরাসের সংক্রমণ নামল ৫০ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। ৯১ দিন পর দৈনিক সংক্রমণ এতটা কম হয়েছে।

২৪ এপ্রিল ভারতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। তার পর তা বাড়তে বাড়তে মে মাসের শুরুতে ৪ লাখে পৌঁছে যায়। সেখান থেকেই ধীরে ধীরে কমে নেমে এসেছে ৫০ হাজারের নিচে।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জন কোভিড রোগীর। ১৬ এপ্রিল ভারতে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ১২০০-র কম ছিল। ভারতে করোনায় মারা গেছে মোট ৩ লাখ ৮৯ হাজার ৩০২ জন।

দৈনিক সংক্রমণ, মৃত্যুর পাশাপাশি ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। সক্রিয় রোগী রয়েছেন ৬ লাখ ৬২ হাজার ৫২১ জন। ভারতে টিকাকরণ চলছে জোরকদমে।

চীনের উহান থেকে বিশ্বে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৮৮ হাজার ৮২৪ জনের। আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৯৫ লাখ ৫২ হাজার জন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর