করোনা আক্রান্তদের গুয়ান্তানামো পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প

আপডেট: June 22, 2021 |
print news

ক্ষমতায় থাকাকালে করোনাভাইরাস নিয়ে নানা মন্তব্যের জেরে সমালোচিত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা ছেড়ে যাওয়ার পরও আলোচনায় এলেন তিনি।

এবার আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেল তাকে ঘিরে। জানা গেছে, ক্ষমতায় থাকাকালে দেশের করোনা সংক্রমিত নাগরিকদের গুয়ান্তানামো বেতে পাঠাতে চেয়েছিলেন তিনি।

সম্প্রতি প্রকাশিত একটি বইয়ের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমেরিকাজুড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে করোনা মোকাবেলার সময় সিচুয়েশন রুম থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তার সহকর্মীদের কাছে জানতে চেয়েছিলেন, ‘আমাদের কোনো দ্বীপ নেই?’ এর পর তিনিই বলেছিলেন, ‘গুয়ান্তানামো বে কেমন হবে?’

ট্রাম্পের এই কথা শুনে তার সহকর্মীরা অবাক হয়েছিলেন। ট্রাম্পের এ চিন্তা সেখানেই শেষ হয়, দ্বিতীয়বার আর উত্থাপিত হয়নি।

কিউবার কাছে গুয়ান্তামো বেতে রয়েছে কুখ্যাত কারাগার যেখানে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের নামে মুসলিম দেশের বহু লোকজনকে ধরে আটকে রাখা হয়েছে। সেখানে তাদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়।

ওই বইয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বলেছিলেন, ‘আমরা পণ্য আমদানি করছি। আমরা ভাইরাস আমদানি করব না।’

আমেরিকায় করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার আগেই ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছিলেন।

পরবর্তী সময় করোনা মোকাবেলায় চরম ব্যর্থতার জন্য ট্রাম্প প্রশাসন কঠোর সমালোচনার মুখে পড়ে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালেয়ের তথ্য মতে- করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আমেরিকায় এ পর্যন্ত ছয় লাখ এক হাজার মানুষ মারা গেছে।

এর মধ্যে চার লাখ মানুষ মারা গেছে ট্রাম্পের সময়ে।খবর আল-জাজিরা, ওয়াশিংটন পোস্ট

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর