অ্যাস্ট্রাজেনেকার পর মর্ডানার টিকা নিলেন অ্যাঙ্গেলা মের্কেল

আপডেট: June 23, 2021 |

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার নিলেও দ্বিতীয় ডোজ নিয়েছেন আরেক কোম্পানি মডার্নার টিকা। মঙ্গলবার জার্মান সরকারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

৬৬ বছর বয়স্ক মের্কেল এপ্রিলে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছিলেন। কয়েকদিন আগে তিনি মর্ডানার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকার মিশ্রণ ভালো ধারণা হতে পারে। কিন্তু নিশ্চিতভাবে বলার সময় এখনো আসেনি।

১৬ বছর চ্যান্সেলর হিসেবে থাকা মের্কেল এ বছর দায়িত্ব ছাড়বেন।

মার্চ মাসে ইউরোপীয় কয়েকটি দেশের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করে জার্মানি। টিকা নেওয়ার পর রক্তে জমাট বাঁধার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়।

টিকাদানে শুরুতে জার্মানিতে ধীরগতি থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে গতি বেড়েছে। দেশটির অর্ধেকের বেশি জনগণ প্রথম ডোজ পেয়ে গেছেন।

এপ্রিলে মের্কেলের মুখপাত্র তার টিকা নেওয়ার সনদপত্র টুইটারে প্রকাশ করেছিলেন।

বিভিন্ন টিকা মিশ্রণ করা নিয়ে কয়েকটি গবেষণা পরিচালিত হয়েছে। যুক্তরাজ্যের একটি গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের ডোজ মিশ্রণের ফলে হালকা ও মাঝারি পার্শ্বপ্রতিক্রিয়ার কথা উঠে এসেছে।

রয়টার্স জানিয়েছে, টিকা স্বল্পতা ও সুরক্ষার উন্নতির জন্য কয়েকটি দেশ মিশ্রণের বিষয়টি বিবেচনা করছে। অদূর ভবিষ্যতে কানাডার ওন্টারিও ও কুইবেক প্রদেশ এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনার জানিয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর