ময়মনসিংহে থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় দুইজনের মৃত্যু

আপডেট: June 26, 2021 |
print news

ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশে থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার পটিয়ামার এলাকার আজিম উদ্দিনের ছেলে কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম (৪০) এবং একই উপজেলার জঙ্গলদি এলাকার দুদু শেখের ছেলে আজিজুল (৫০)।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, ‘শেরপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ থেমে থাকা মালবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। আমরা গিয়ে পিকআপটিকে বের করে আনি।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর