আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সার্জেন্টের মৃত্যু

আপডেট: July 1, 2021 |
print news

সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. মাজহারুল (৪০) নামে এক সেনা সদস্য সার্জেন্টের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম।

বুধবার (১ জুলাই) দিনগত রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মাজহারুল চাঁদপুর জেলার কচুয়া থানার পালগিরি গ্রামের বাসিন্দা। তিনি ঘাটাইল সেনানিবাসে সার্জেন্ট (২০০৮০৯০) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ঘাটাইল থেকে মোটরসাইকেলে করে সিভিলে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন মাজহারুল। পথে বিশমাইল এলাকায় এলে পেছন থেকে আসা অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে গুরুতর আহতাবস্থায় তাকে সাভার সেনানিবাসের সিএমএইচ এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তারা দেখছেন। এছাড়া অজ্ঞাত যানবাহনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর