শিক্ষার্থীদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন শুরু

আপডেট: July 1, 2021 |

দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন নিতে যেসব আবাসিক শিক্ষার্থীর তালিকা এনআইডি নম্বরসহ বিশ্ববিদ্যালয় হতে MIS DGHS এ পাঠানো হয়েছিলো তারাই সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।

বর্তমানে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ২২০টি আবাসিক হলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার। তবে শিক্ষার্থীদের অনেকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের এনআইডি না থাকায় টিকা নিবন্ধের জটিলতায় পড়েছে তারা।

এই বিষয়ে ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থীর এনআইডি নম্বর বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হয়েছে তারাই শুধু টিকা নিতে পারবেন। এর বাইরে কোন কিছু করার এখতিয়ার নেই বলে জানান তিনি।

বৈশাখী নিউজ/ জেপা 

Share Now

এই বিভাগের আরও খবর