আজ ভারি বর্ষণ হতে পারে

আপডেট: July 10, 2021 |

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩৫ দশমিক ৫ এবং সর্বনিম্ন রাঙামাটিতে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দু এক’দিনের মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক শুক্রবার এই পূর্বাভাসের কথা জানিয়েছেন।

তিনি জানান, ‘সাগরে লঘুচাপের প্রভাবে আগামি তিন দিনে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রবণতা বাড়তে পারে। তবে এটি আরও পশ্চিমে ভারতের দিকে প্রবাহিত হলে আমাদের এখানে তেমন উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।

আমাদের সংস্পর্শে আসলে এর প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বাড়তে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।’

ঢাকায় শনিবার সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৮ মিনিটে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর