ইউরো ফাইনালে রেফারি হয়ে ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন যিনি!

আপডেট: July 10, 2021 |

ইউরো ফাইনাল শুরু আগামী সোমবার (১২ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায়। মাঠে নামবে ইতালি-ইংল্যান্ড। মঞ্চ প্রস্তুত।

দু’দলের নামের সাথে ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন কে, জানতে আগ্রহী বিশ্ব। রেফারি বিয়র্ন কাইপার্সিই এই ফাইনাল পরিচালনা করবেন।

উয়েফার তথ্যসূত্রে জানা যায়, প্রথম ডাচ রেফারি হিসেবে ইউরোর ফাইনাল পরিচালনা করে ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন তিনি। ওয়েম্বলির ফাইনালে বাঁশি বাজাবেন ৪৮ বছর বয়সী এই ডাচ রেফারি।

২০০৬ সালে আন্তর্জাতিক রেফারি হিসেবে নাম লেখান কাইপার্স। চলতি ইউরোর ফাইনালের আগে ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা করেছিলেন তিনি। ২০১৩ ও ২০১৮ ইউরোপা লিগ ফাইনাল পরিচালনার অভিজ্ঞতাও আছে তার। সব মিলিয়ে সাতটি উয়েফা টুর্নামেন্টের ফাইনাল পরিচালনা করেছেন এই ডাচ রেফারি।

উল্লেখ্য, ২০১৪ ও ২০১৮’র বিশ্বকাপ ফুটবল এবং ২০১২ ও ২০১৬ ইউরো কাপেও বিয়র্ন ম্যাচ পরিচালনা করেছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর