লঙ্কানরা কোচদের ছাড়াই অনুশীলন করবে

আপডেট: July 12, 2021 |

করোনার থাবায় পিছিয়ে গিয়েছে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। ১৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন সিরিজটি হবে ১৮ জুলাই থেকে। মূলত শ্রীলঙ্কার কোচিং স্টাফদের দুজন করোনায় আক্রান্ত হওয়ার কারণেই পিছিয়ে দেয়া হয় সিরিজটি। এদিকে শ্রীলঙ্কার সব ক্রিকেটারের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। ফলে অনুশীলনের অনুমতি পেয়েছে ক্রিকেটাররা, তবে অনুশীলনে থাকবে না কোচিং স্টাফদের কেউ।

এসএলসি মেডিকেল কমিটির প্রধান অধ্যাপক অর্জুনা ডি সিলভা বলেছেন, ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে, সবারই ফলাফল নেগেটিভ এসেছে। আমরা তাঁদের অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছি। প্রথমে জিম সেশন দিয়ে শুরু করবে এবং পরবর্তী দিনে আউটডোরে অনুশীলন করবে। তবে এ সবকিছুই কোচিং স্টাফদের ছাড়া চালিয়ে যেতে হবে।

ইংল্যান্ড থেকে ফিরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার ও ডাটা অ্যানালিস্ট জিটি নিরোসনের। তাই শেষ মুহূর্তে শ্রীলঙ্কার সবার করোনা পরীক্ষা নেয়ার পাশাপাশি সিরিজ পিছিয়ে দেয় এসএলসি। নতুন সূচি অনুযায়ী প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২০ ও ২৩ জুলাই হবে। এরপর দুই দিন বিরতি নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৫ জুলাই, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২৭ জুলাই। আর শেষ ম্যাচটি হবে ২৯ জুলাই। বায়ো-বাবল ইস্যুতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সব ম্যাচ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর