গুরু ম্যারাডোনাকে শিরোপা উৎসর্গ করলেন মেসি

সময়: 7:56 pm - July 12, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপা আমেরিকার ট্রফি ঘরে তুলেছে মেরি আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরেছেন লিওনেল মেসিরা। আর এই বহুল কাঙ্ক্ষিত শিরোপা দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।

অনেক বছরের আক্ষেপ। না পাওয়ার হতাশা সব কেটে গেছে। অধরা এই শিরোপা জয়ের পর তাই সবার আগে স্মরণে এলো ম্যারাডোনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ম্যারাডোনাকে উৎসর্গ করার কথা জানান মেসি।

মেসি বলেন, ‘মারাকানায় ব্রাজিলের বিপক্ষে জয়টা আমাদের জন্য গর্বের। শিরোপা জিতলেও আমাদের অনেক উন্নতি করার জায়গা আছে। দলের সবাই মনপ্রাণ দিয়ে খেলেছে। অধিনায়ক হিসেবে গর্বিত আমি।’

মেসি আরও বলেন, ‘শিরোপা জয়ের এই সাফল্য সবার। যারা আমাদের সবসময় সমর্থন জানায়, পরিবার, বন্ধুবান্ধবসহ সব আর্জেন্টাইনের। অবশ্যই, দিয়েগোকে এই শিরোপা উৎসর্গ করছি। সে নিশ্চিতভাবেই যেখানেই থাকুক, আমাদের সমর্থন দিচ্ছে।’

ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। উনি আমাকে যা কিছু দিয়েছেন সবকিছুর জন্য। এছাড়া আমাকে আর্জেন্টাইন হিসেবে পৃথিবীতে পাঠানোর জন্য।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর