সীমান্ত বিরোধ নিরসনকে অগ্রাধিকার দিতে সম্মত চীন-ভারত

আপডেট: July 15, 2021 |

সীমান্ত বিরোধ নিরসনকে অগ্রাধিকার দিতে সম্মত হয়েছে চীন ও ভারত। তাজিকিস্তানে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যকার বৈঠকের পর দিল্লির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

বুধবার (১৪ জুলাই) আট দেশের আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচনা করেন এস জয়শঙ্কর এবং ওয়াং ই। এ সময় নিয়ন্ত্রণরেখা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক টুইট বার্তায় জানিয়েছেন, সীমান্ত বিরোধই দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে। দুই দেশের বন্ধন জোরালো করতে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা সম্পূর্ণ পুনর্বহাল এবং বজায় রাখা জরুরি।

সংকট নিরসনে ঊর্ধ্বতন সেনা কমান্ডারদের বৈঠক আয়োজনে দুই দেশই সম্মত হয়েছে। নয় মাসের উত্তেজনার পর এই বছরের ফেব্রুয়ারিতে প্যাংগন লেকের উত্তর ও দক্ষিণ তীর থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয় চীন ও ভারত। তবে সেই সম্মতি পালন করা নিয়ে দুই দেশেরই ভিন্ন মনোভাব রয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর