চলতি জুলাই মাসে হাসপাতালে হাজারের বেশী ডেঙ্গু রোগী ভর্তি

আপডেট: July 22, 2021 |

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে এক হাজার ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বশেষ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন।

এনিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত মোট এক হাজার ৩৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী- রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৪১২ জনে। তাদের মধ্যে ৪০৯ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্য তিনজন ঢাকার বাইরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট এক হাজার ৩৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭০ জন রোগী।

চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং ২০ জুলাই পর্যন্ত এক হাজার ১৩ জন রোগী ভর্তি হন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর