বিপুলসংখ্যক ইয়াবাসহ শাহজালালে সৌদি যাত্রী আটক

আপডেট: July 28, 2021 |
print news

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ বুধবার (২৮ জুলাই) সকালে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যাত্রী সৌদি আরবে যাচ্ছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসব ইয়াবা তিনি সৌদি আরবে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর