রূপগঞ্জ অগ্নিকাণ্ডে নিহতদের লাশ আজ দুপুর থেকে হস্তান্তর

আপডেট: August 4, 2021 |

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া শ্রমিকদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ বুধবার (৪ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন করে ৪৮টি মরদেহের মধ্যে ৪৫ জন শ্রমিকের লাশ শনাক্ত করেছে। বাকি তিন মরদেহ শনাক্ত করতে স্বজনদের পুনরায় নমুনা সংগ্রহ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ৪৫ মরদেহের মধ্য থেকে আজ ২৪টি মরদেহ হস্তান্তর করবেন। ইতোমধ্যে তিনি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছেন। মরদেহ বুঝে নিতে সকালেই হাজির হয়েছেন স্বজনরা।

উল্লেখ্য, রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় গত ৮ জুলাই আগুনের ঘটনায় ৫২ জন মারা যায়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর