গ্রিসে দাবানল থেকে বাঁচতে আতঙ্কিত মানুষের পলায়ন

আপডেট: August 6, 2021 |
print news

তুরস্কে ভয়াবহ দাবানল শেষ না হতেই শুরু হয় গ্রিসেও আরেক দাবানল। গত চার দিন ধরে চলতে থাকা এ দাবানল থেকে বাঁচতে পালাচ্ছেন হাজারও মানুষ। অগ্নিনির্বাপণকর্মীরা জনবহুল এলাকাসহ বিদ্যুতের স্থাপনা এবং ঐতিহাসিক স্থানগুলোতে আগুন নেভাতে লড়াই করছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

গ্রিসের রাজধানীর উত্তরের বনাঞ্চল থেকে ছড়িয়ে পড়া এ দাবানল ২০ কিলোমিটারের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপণকর্মীরা।

বেশ কিছু কর্মী ও স্বেচ্ছাসেবক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

দাবানলের বিষয়ে ফায়ার সার্ভিস ব্রিগেডিয়ার অ্যারিস্টটেলিস এবিসি নিউজকে জানান, ভয়াবহ দাবদাহের দশম দিন পার করছে গ্রিস। গত ৩০ বছরের মধ্যে এটির তীব্রতা ও সময়কাল সবচেয়ে বেশি।

ভয়াবহ দাবানল থেকে বাঁচতে শুক্রবার ভোর পর্যন্ত দক্ষিণ গ্রীসের অন্তত ৬০টি গ্রাম উচ্ছেদ করা হয়েছে। এ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্ক করা হচ্ছে।

এদিকে দক্ষিণ-পূর্ব ইউরোপে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্য করতে এগিয়ে আসার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের পাঁচ দেশ থেকে অগ্নিনির্বাপক দল এবং আগুন নেভানোর হেলিকপ্টার শুক্রবারে হস্তান্তর করার কথা জানানো হয়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর