কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

আপডেট: September 28, 2021 |
print news

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৫২ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন এবং ৩৫ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে প্রতিদিনের মতো মঙ্গলবার জেলায় করোনা শনাক্ত ও পরিস্থিতির খবর জেলা প্রশাসকের কার্যালয় ও সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়নি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর